ক্যাম্পাস প্রতিনিধি: স্বাধীন প্রতিদিন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ শরিফ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও হল সংলগ্ন মোল্লাপাড়া মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে হাদীর আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দোয়া শেষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল বের করেন। এ সময় তারা হাদী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারতের মদদে জুলাইয়ের পতিত স্বৈরাচার ও তার দোসররা এখনও বিচার এড়িয়ে যাচ্ছে। তারা এসব ব্যক্তিকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। অন্যথায় ভারতীয় পণ্য বয়কটের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে হাদী হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করেন।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন